রাজ্যের খবর

দোলেও বৃষ্টির সম্ভাবনা! দক্ষিণে বাড়তে পারে গরমের দাপট

Chance of rain, but no rain! Heat wave may increase in the south

Truth Of Bengal: সকালের এবং রাতের দিকে হালকা শীত ভাব অনুভূত হলেও বেলা বাড়তেই সেই চিত্র রীতিমত বদলে যাচ্ছে বঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। রৌদ্রের প্রখর ঝলসানিতে চারদিক যেন পুড়ে ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে দক্ষিণের জেলাগুলিতে এই রূপ আবহাওয়া থাকলেও উত্তরের জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাসের জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

ভোরের আর রাতের দিকে শীত শীত ভাব, তারপর বেলা গড়াতেই শুরু হচ্ছে গরমেরভ জন্য হাঁসফাঁস। আর কয়েকদিনের মধ্যে এই শীত শীত ভাবটাও চলে যাবে বঙ্গ থেকে। ১৪ মার্চ রাজ্য জুড়ে পালিত হবে বসন্ত উৎসব। তবে তার আগেই গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। দোলের দিন ৩৫ ডিগ্রি চড়বে পারদ, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু জেলায়।

উত্তর পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত বিরাজ করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। তবে দক্ষিণের জেলাগুলিতে চলতি সপ্তাহে নেই বৃষ্টির কোন সম্ভাবনা। বরং বাড়বে তাপমাত্রা। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই মত হাওয়া অফিসের। আগামী ২ থেকে ৩ দিনে কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দোলের দিন থেকেই মূলত গরমের অনুভূতি হবে দক্ষিণের জেলাগুলিতে।

অন্যদিকে উত্তরের জেলাগুলিতে দোল মাটি করে দিতে পারে বৃষ্টি। আজ থেকেই বৃষ্টি হতে পারে উত্তরের একাধিক জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ১৫ মার্চ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৪ মার্চ ভিজতে পারে উত্তরের ৪ জেলা, সেইগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং। ইতিমধ্যেই বৃষ্টির জেরে হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ১৫ মার্চ পর্যন্ত বৃষ্টি হওয়ার পর তারপর থেকে খানিকটা বদলাবে আবহাওয়া। উত্তরেও মার্চের ১৫ তারিখের পর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পর উত্তরের পার্বত্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

Related Articles