প্রাপ্য থেকে বঞ্চিত শ্রমিকরা! বকেয়া টাকা মেটাচ্ছে না কেন্দ্র
Central Government is not paying the dues, workers facing problems

The Truth of Bengal: ১০০ দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গের বহু কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্র। বারবার সেই টাকা চাওয়া হলেও কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। রাজ্যের বকেয়ার অঙ্ক পাহাড়প্রমাণ হয়ে গিয়েছে। শ্রমিকরা কাজ করে টাকা পাচ্ছেন না প্রাপ্য টাকা। একশো দিনের কাজ করে টাকা না পাওয়ায় এবার পঞ্চায়েতের দ্বারস্থ শ্রমিকরা। কেন্দ্রের কাছ থেকে টাকা না পাওয়ায় মেটানো যাচ্ছে না শ্রমিকদের বকেয়া টাকা। যা নিয়ে অসন্তোষ বাড়ছে শ্রমিকদের মধ্যে। দাবি উঠছে শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দিক কেন্দ্রীয় সরকার।
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে ৩৪ লক্ষ টাকা ১০০ দিনের কাজের টাকা বাকি রয়েছে। তিন বছর ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দরবার করে আসছেন শ্রমিকরা। প্রধান তাঁদের জানাচ্ছেন কেন্দ্র থেকে টাকা না আসায় মেটানো যাচ্ছে না তাঁদের বকেয়া। স্বভাবতই ক্ষোভ ছড়াচ্ছে শ্রমিকদের মধ্যে। কেন্দ্রের প্রতি অসন্তোষ বাড়ছে।
১০০ দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদের বকেয়া মেটাতে অপারগ পঞ্চায়েত। বিপুল তহবিল তাঁদের কাছে নেই। কেন্দ্র বকেয়া টাকা না মেটালে শ্রমিকদের প্রাপ্য মেটানো যাবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। ১০০ দিনের প্রকল্পে কাজ করা কর্মীরা আজ তিন বছর ধরে পাচ্ছেন না প্রাপ্য টাকা। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রোদে পুড়ে কাজ করা শ্রমিকরা কেন পাবেন না তাঁদের ন্যায্য মজুরি? এই প্রশ্ন তুলছেন শ্রমিকরা।