রাজ্যের খবর
জলপাইগুড়ি তে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর
Central forces started route march in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি তে রুটমার্চ শুরু করলো কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের মনোবল বাড়াতে এখন থেকে নিয়ম করে সকাল বিকেল বিভিন্ন এলাকায় টহল দেবেন তারা।
সূত্রের খবর, গতকাল জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় এসে পৌছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা এসে ভোটারদের মনোবল বাড়াতে শনিবার সকাল থেকে বাহাদুর, তিয়াত্তর মোড় ও সংলগ্ন এলাকায় টহল দেন তারা। এছাড়াও তারা সাধারন মানুষের সাথে কথা বলেন।
জানা গিয়েছে, বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবি তে কর্তব্যরত এই জওয়ানদের জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে ভোটারদের মনোবল বাড়াতে এখন থেকে নিয়ম করে সকাল বিকেল বিভিন্ন এলাকায় টহল দেবেন তারা।
FREE ACCESS