রাজ্যের খবর
Trending

ভোট ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, দুই দফায় মোট ১৫০ কোম্পানি আসার কথা

Central forces in the state before the announcement of vote

The Truth Of Bengal : মার্চেই ভোট ঘোষণা হতে চলেছে।দিনক্ষণ ঘোষণা না হলেও বা নির্ঘন্ট প্রকাশ না করা হলেও তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে লোকসভার ভোটের দামামা বাজতে শুরু করেছে। সেইমতো কেন্দ্রীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। ৩মার্চ পশ্চিমবঙ্গে আসছে কমিশনের ফুলবেঞ্চ।তার আগেই ভারী বুটের শব্দে সরগরম ভোটের বাংলা।কারণ প্রথম দফায় বাহিনী আসার পরই জেলায় জেলায় শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। অবাধ,নিরপেক্ষ,সুষ্ঠু,শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশনের তত্পরতা এখন তুঙ্গে।যেভাবে রাজ্যে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তা নজিরবিহীন।কমিশনের তরফে জানা গেছে,ভোটের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি নজরে রাখতেই এবার ৯২০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে।

  • প্রথম দফায় রাজ্যে   ১০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • কলকাতায় মোতায়েন ১০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • হাওড়া-হুগলি,দঃ২৪পরগনায় মোতায়েন ৯কোম্পানি বাহিনী
  • দুই দিনাজপুরে রয়েছে ১১কোম্পানি করে বাহিনী
  • মালদায় নজরদারিতে রয়েছে ৭কোম্পানি বাহিনী
  • দ্বিতীয় দফায় রাজ্যে আসবে আরও ৫০কোম্পানি
  • সব মিলিয়ে ৯২০কোম্পানি বাহিনী মোতায়েন হবে

পূর্ব ডিভিশনের কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়।   বাকি বাহিনী  গার্ডেনরিচ, বড়তলা থানা এলাকার বেথুন স্কুল, মৌলানা আজাদ কলেজ এবং কসবার একটি স্কুলে রাখার ব্যবস্থা হয়েছে। এ ছাড়া, ভাঙড় ডিভিশনের আটটি থানার জন্য যে বাহিনী দরকার, তা ভাঙড়েই রাখার ব্যবস্থা করেছে লালবাজার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা স্কুলে থাকতে শুরু করলে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হবে বলে মনে করছে পড়ুয়াদের একাংশ।  গত বুধবারই একটি বৈঠকে ঠিক হয়েছিল, প্রথম দফায় শুক্রবার কলকাতায় সাত কোম্পানি বাহিনী পাঠানো হবে। দ্বিতীয় দফায় আগামী বুধবার আসার কথা রয়েছে বাকি তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর।সবমিলিয়ে রাজ্যের রাজধানীতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হচ্ছে।এই গতিপ্রকৃতি দেখে ভোটাররাও মনে করছেন,অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেনজির  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

 

FREE ACCESS

 

FREE ACCESS

Related Articles