রাজ্যের খবর

তাঁত শিল্পে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের উদ্যোগে খুশি শিল্পীরা

Central deprivation in handloom industry, artisans happy with state initiatives

The Truth of Bengal : কেন্দ্রীয় অর্থ বাজেটে তাঁত শিল্পের পুনঃজ্জীবনের কথা বলা নেই। নেই কোন বরাদ্দ। হতাশ তাঁত শিল্পীরা। তবে কেন্দ্রীয় বঞ্চনা থাকলেও এবার তাঁত শিল্পীদের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তাঁত শিল্পীদের  আশা রাজ্যের এই উদ্যোগে বাংলার তাঁত শিল্প ঘুরে দাঁড়াতে পারবে।

প্রযুক্তির যুগে ক্রমশ পিছিয়ে পড়ছে তাঁত। নতুন করে শিল্পী উঠে আসছে না। নতুন প্রজন্মকে আর তাঁত কাছে টানছে না। কেন্দ্রীয় সরকারের নয়া অর্থ বাজেটেও তাঁত শিল্পের সার্বিক বিকাশে কোন দিশা নেই। তাঁত শিল্পীদের  উন্নয়নের কোন উল্লেখ না থাকায় কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন হতাশ বাংলার তাঁতিরা। তাঁত শিল্পীদের সংগঠনও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব।

তবে রাজ্য সরকার রাজ্য বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য। ২০২৪-২৫ আর্থিক বর্ষে  ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর বাংলার হস্ত তাঁতশিল্পী ও খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁতশিল্পীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য প্রকল্পর ঘোষণা করেছে। এই ঘোষণায় খুশি বাংলার দরিদ্র তাঁত শিল্পীরা।

কেন্দ্রীয় সরকার তাঁত শিল্পীদের জন্য কোন উদ্যোগ না নিলেও রাজ্য যে উদ্যোগ নিয়েছে তাতে খুশি তার শিল্পীরা। নতুন করে তাঁত শিল্পে নতুন প্রজন্মকে ফিরে পাওয়া যাবে বলে মনে করেন  বর্ষীয়ান তাঁত শিল্পীরা।

 

 

Related Articles