রাজ্যের খবর

শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

Bilpab Mitra

The Truth of Bengal: শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা। এ দিন বিকেলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা উপভক্তা বিষয়ক মন্ত্রী বিল্পব মিত্র। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ,শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার,শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য। জানা গিয়েছে, যে এই ক্রেতা সুরক্ষা মেলা তিনদিন চলবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা উপভক্তা বিষয়ক মন্ত্রী বিল্পব মিত্র বলেন আমাদের কাছে খুশির খবর নিঃসেন্দহে।

উত্তরবঙ্গের সব চেয়ে গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে এই মেলাটি শুভারাম্ভ হল। আজকে থেকে শুরু করে তিনদিন চলবে। আমার এইটা বেছে ছিলাম এই কারণে শিলিগুড়ি থেকে আমরা বার্তাটা উত্তরবঙ্গের আটটা জেলাতে দিতে পারবো। পাশাপাশি আমাদের পার্শবতী রাজ্য সিকিম,ভুটান যেখানকার মানুষের সঙ্গে প্রতিদিন যোগাযোগ আছে শিলিগুড়ির সঙ্গে। তারাও যাতে এখান থেকে সতর্ক হতে পারে তার জন্য শিলিগুড়িতে মেলাটার গুরুত্ব অপরিসীম বেড়ে গেছে। আমাদের চেষ্টা ক্রেতাদের বিভিন্ন ভাবে সুরক্ষিত রাখতে পারি।

আমাদের দেশের যে আইনগুলো আছে সেই আইন প্রয়োজনে প্রয়োগ করতে পারি সাধারণ মানুষের স্বার্থে।অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন এইটা ভাল আমরা যেভাবে ঠকছি ক্রেরা। তাই ঠকার হাত থেকে বাঁচতে এই ধরনের সচেতনতা মেলার প্রয়োজন আছে। আমরা ব্যঙ্কের নামে ঠকছি এখমনি আমি মন্ত্রী হবার পর তিনবার আমার বাড়িতে পার্সেল নিয়ে এসে হাজির হয়েছে আমি নাকি অর্ডার দিয়েছি। কিন্তু আদেও আমি কোন অর্ডার দেয়নি। বাধ্য হয়ে আমি বলেছি এর পর এলে পুলিশে তুলে দিব।

Related Articles