প্ল্যাটফর্মে আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ, বেআইনি স্টল নিয়ে কড়া পদক্ষেপ পূর্ব রেলের
Burning of fire on platforms is completely prohibited, Eastern Railway will crack down on illegal stalls

Truth Of Bengal: Saif Khan: সম্প্রতি ঘুটিয়ারি শরীফ রেল স্টেশনে আগুন লাগার ঘটনায় তদন্তে নেমে একাধিক অবৈধ স্টলের খোঁজ মিলেছে। পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ এই সমস্ত অনুমোদনবিহীন স্টল গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর। যাত্রীদের এই ধরনের বেআইনি স্টল গুলি থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে সতর্কতামূলক প্রচার শুরু করেছে পূর্ব রেলওয়ে। এইসব অনুমোদনবিহীন স্টলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে তারা।
প্ল্যাটফর্মে আগুন জ্বালিয়ে রান্না করা, চা করা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। পূর্ব রেল বারবার সতর্ক করা সত্বেও কিছু অবৈধ বিক্রেতা ত্রিপল, প্লাইউড, প্লাস্টিকের প্লাস্টিকের মত দাহ্য উপকরণ ব্যবহার করে প্রতিনিয়তই এই কাজ চালিয়ে যাচ্ছে। এটি প্লাটফর্মে থাকা যাত্রীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
প্ল্যাটফর্মের উপর আগুন না জ্বালানো বা দাহ্য পদার্থের ব্যবহার না করার জন্য বারংবার প্রচার অভিযান চালিয়েছে পূর্ব রেলওয়ে। তবুও টনক নড়েনি এই সমস্ত অবৈধ বিক্রেতাদের। বিশেষ করে শিয়ালদহ মেইন শাখার বিধান নগর, দমদম, বেলঘরিয়া, বনগাঁ, রানাঘাট ইত্যাদি এবং শিয়ালদহ দক্ষিণ শাখার পার্কসার্কাস, যাদবপুর, বালিগঞ্জ, ক্যানিং, ঘুটিয়ারী শরিফ ইত্যাদি স্টেশনে এই ধরনের অবৈধ টল গুলি থাকার কারণে প্লাটফর্মে যাত্রী চলাচলে মারাত্মক অসুবিধা ঘটছে।
অন্যদিকে হাওড়া ডিভিশনের বালি, উত্তরপাড়া, কোন্নগর, শেওড়াফুলি, চন্দননগর, হুগলি, ব্যান্ডেল প্রভৃতি স্টেশন গুলিতেও এই একই পরিস্থিতির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। এমনকি দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না প্ল্যাটফর্মে। এমতাবস্থায় একই সময়ে দুটি ট্রেন দুটি প্লাটফর্মে এসে পড়লে যাত্রীদের তাড়াহুড়োয় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমনকি প্রাণহানির সম্ভাবনাও বয়ে আনে।
সম্প্রতি স্টেশন গুলিতে “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট (OSOP)” স্টল চালু হয়েছে, জেটি রেলওয়ে দ্বারা অনুমোদিত এবং নিরাপদ। রেলওয়ের আশা, যাত্রীরা এই OSOP স্টল গুলিকে সমর্থন করবেন এবং অবৈধ বিক্রেতাদের থেকে পণ্য কেনায় বিরত থাকবেন যাতে প্লাটফর্মের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। রেলের পক্ষ থেকে সমস্ত যাত্রীকে সচেতন নাগরিক হিসেবে এই ধরনের অনুমোদনহীন বেআইনি স্টল গুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন করা হয়েছে। রেলওয়ে আরো জানিয়েছে যে, যদি কোথাও এই ধরনের বেআইনি দোকান দেখা যায় যেখানে আগুন জ্বালানো হচ্ছে অবিলম্বে রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করতে হবে।