বলিউড ফিল্মি কায়দায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি, কালনায় শ্যুটআউট যুবক
Bully shootout from point blank range, Kalna shootout youth

The Truth Of Bengal,মনিরুল ইসলাম,কালনা: ফের শ্যুটআউট। এবার পূর্ব বর্ধমান জেলার কালনায়। এক যুবকের মাথায় পর পর দুটি গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার বাসিন্দা ওই যুবকের। সূত্রের খবর ওই যুবকের নাম মিলন সিংহ। একটি চায়ের দোকানে কাজ করতো সে।
ওই চায়ের দোকানে এসে দুস্কৃতিকারীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়। দুটি মোটর বাইককে চেপে চার দুষ্কৃতী ঘটনাস্থলে এসে একেবারে বলিউড ফিল্মি কায়দায় গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। জানা গিয়েছে ওই যুবক মাদক পাচারের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুরনো শত্রুতা জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে। ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।ঘটনাটি ঘটে কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতের নাম মিলন সিংহ ওরফে রাজা। তার বাড়ি হুগলীর চুঁচুড়া এলাকায়। কালনা স্টেশন সংলগ্ন ৪ নং প্ল্যাটফর্মের নিচে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। সেই দোকানে সে গত দু-আড়াই মাস আগে কাজে যোগ দেয়। ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত। সোমবার আনুমানিক রাত ১০ টা নাগাদ রাজা নামের ওই ব্যক্তি ভাত খাচ্ছিলেন। সেইসময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুস্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি।