বসিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার দুই
BSF prevents illegal infiltration at Basirhat border, two arrested

Truth Of Bengal: মণ্টু সাহাজী, বসিরহাট: বসিরহাট মহকুমার সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় ফের রুখে দেওয়া হলো অবৈধ অনুপ্রবেশের চক্রান্ত। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের হাকিমপুর বিওপির জওয়ানরা দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি যুবক, অপরজন ভারতীয় মহিলা।
সূত্রের খবর, ধৃত বাংলাদেশি যুবকের নাম নূর হোসেন, তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। তাঁর সঙ্গে আটক হওয়া মহিলার নাম বন্দনা দেবী, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। তিনি কোনও বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিএসএফ-এর হাতে আটক হওয়ার পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, নূর হোসেন কাজের খোঁজে ভারতে এসেছিলেন এবং বর্তমানে অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। অপরদিকে, বন্দনা দেবী কেন বাংলাদেশে যাচ্ছিলেন, তা এখনও স্পষ্ট নয়, তবে তার কাছেও কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।
এই ঘটনার পর দুইজনকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।