রাজ্যের খবর

হেলমেট চেকিংয়ের নামে টাকা আদায়! গ্রেফতার বিএসএফ ও আইটিবিপি কর্মী

BSF and ITBP personnel arrested for extorting money in the name of helmet checking

Truth Of Bengal: পুলিশ পরিচয় দিয়ে হেলমেট চেকিংয়ের নামে টাকা আদায় বিএসএফ ও আইটিবিপি কর্মীর। সেই অভিযোগে রাস্তায় বাইক দাঁড় করিয়ে দু’জনকেই হাতেনাতে ধরে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিশ।

জানা যায়, নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে হেলমেট চেকিং-এর নাম করে পথ চলতি বাইক আরোহীদের কাছ থেকে টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে  ধরা পড়ল এক বিএসএফ ও এক আইটিবিপি কনস্টেবল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের এমআইটি মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর থানার পুলিশের কাছে খবর আসে বিষ্ণুপুর থেকে কোতুলপুর যাওয়ার রাজ্য সড়কের এমআইটি মোড়ের কাছে দুই যুবক সাধারণ পোষাকে বাইক থামিয়ে হেলমেট চেকিং- এর নাম করে পথচলতি বাইক আরোহীদের কাছ থেকে টাকা নিচ্ছিল। বিশেষ সূত্র মারফত বিষয়টি জানার পরই বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে ওই দুই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের মুখে ওই দুই যুবকের একজন বিএসএফ ও অপরজন আইটিবিপি কর্মী বলে নিজেদের পরিচয় দেন। কেন এভাবে হেলমেট চেকিং এর নাম করে রাস্তার পথচলতি বাইক আরোহীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে তা জিজ্ঞাসা করা হলে দুজনেই কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরই ওই দুজনকে বিষ্ণুপুর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে দুই প্রতারিত বাইক আরোহীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকেই গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী ও আইটিবিপি কর্মীর নাম সঞ্জু ঘোষ। প্রথম জনের বাড়ি বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মহাপাত্র পাড়ায় ও দ্বিতীয় জনের ২ নম্বর ওয়ার্ডের নতুন মহলা এলাকায়। ধৃত দুজনের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কী উদ্দেশ্যে এই কাজ তারা করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles