রাজ্যের খবর

নৃশংস! ক্ষেত থেকে উদ্ধার যুবতীর রক্তাক্ত মৃতদেহ, বাদ গেল না শিশুপুত্রও

Brutal! The bloody corpse of the young woman was recovered from the field, and the infant son was not spared

The Truth Of Bengal : পরিত্যক্ত অবস্থায় ক্ষেত থেকে উদ্ধার হল এক শিশু ও এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ। দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার নাকপুর চেক পোষ্টের কাছে ১৪ নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে। আজ সকালে এলাকার বাসিন্দারা মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন। তারা পুলিশে খবর দিলে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। এলাকার বাসিন্দাদের অনুমান মৃতরা সম্পর্কে মা ও পুত্র হতে পারে।

উদ্ধার হওয়া মৃত যুবতীর বয়স আনুমানিক ২৭-৩০ বছর। পরনে রয়েছে লাল রঙের ওপরে সাদা প্রিন্টের ফুল হাতা চুড়িদার। যুবতীর মৃতদেহের ১৫-২০ ফুট দূরে পড়ে ছিল। ৬-৭ বছরের এক শিশু পুত্রের রক্তাক্ত মৃতদেহ। দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। নলহাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Articles