রাজ্যের খবর

Breaking : খড়গপুর শাখায় বাতিল লোকাল ও এক্সপ্রেস

Breaking: Local and express canceled on Kharagpur branch

The Truth Of Bengal : খড়গপুর শাখায় কাজের জন্য বাতিল ১৬৬ টি লোকাল ট্রেন। বাতিল ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। রাজ্যে রেল দুর্ভোগের আশঙ্কা। এবার খড়গপুর শাখায় দশ দিন ধরে নন ইন্টারলকিং এর কাজ চলবে। ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত আন্দুল স্টেশনে কাজ চলবে। ট্রেন বাতিলের জেরে যাত্রী হয়রানীর আশঙ্কা করা হচ্ছে।

Related Articles