রাজ্যের খবর

সিউড়িতে বাড়ির ভেতর বোমা বিস্ফোরণ, আতঙ্ক ছড়ালো এলাকায়

Bomb explodes inside house in Siuri, spreads panic in the area

Truth of Bengal: ফের বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়াল বীরভূম জেলায়। এবার ঘটনাস্থল সিউড়ির কুকুড্ডি গ্রাম। একটি মাটির বাড়িতে থাকা বোমা আচমকাই বিস্ফোরিত হয়, যার জেরে উড়ে যায় বাড়ির টিনের ছাউনি। সৌভাগ্যবশত বিস্ফোরণের সময় ওই বাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে মুর্তজা নামে এক ব্যক্তির বাড়িতে। বিস্ফোরণের আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তারা ছুটে এসে দেখেন বিস্ফোরণের জেরে মাটির দেওয়ালে ফাটল ধরেছে, ছাদের টিন উড়ে গিয়েছে, এবং গোটা বাড়িটি কার্যত কেঁপে উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। তবে মুর্তজা ওই সময় বাড়িতে ছিলেন না। তার অবস্থান সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। পুলিশের অনুমান, ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, একইসঙ্গে প্রশ্ন উঠছে — একটি সাধারণ গ্রামীণ বাড়িতে বোমা কীভাবে এল? কারা বা কেন এই বোমা মজুত করেছিল? আদৌ এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনও ষড়যন্ত্র?

বোমা কোথা থেকে এল এবং এর সঙ্গে আদৌ কোনও অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। বাড়িটি ঘিরে তল্লাশি চলছে, পাশাপাশি মুর্তজার খোঁজেও তৎপরতা বাড়ানো হয়েছে।

 

Related Articles