রাজ্যের খবর
কেতুগ্রামে বোমা বিস্ফোরণ, উড়ে গিয়েছে পরিত্যক্ত বাড়ির একাংশ
Bomb blast in Ketugram, part of abandoned house blown away

Truth Of Bengal: কেতুগ্রামের চেচুড়ি গ্রামে বোমা বিস্ফোরণে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় কেতুগ্রাম থানার অন্তর্গত চেচুড়ি গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে তীব্র বিস্ফোরণে উড়ে যায় পরিত্যক্ত বাড়ির এক অংশ। এই ঘটনায় বাড়ির শৌচাগারের ছাদ ভেঙে পড়ে।
জানা গিয়েছে, ওই বাড়িতে দীর্ঘ ২০ বছর ধরে বাড়ির মালিক বসবাস করেন না। কে বা কারা বোমা মজুত করেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। কেতুগ্রাম থেকে অল্প দূরেই মুর্শিদাবাদের বর্ডার, তার জেরেও বাড়ছে চিন্তা। ঠিক কী কারণে পরিত্যক্ত বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল, সবটা খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন কেতুগ্রাম থানার আইসি এবং মহাকুমা পুলিশ আধিকারিক।