হাসখোয়া থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Body of missing youth recovered from Haskhowa, sensational area

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার হাসখোয়া থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃত যুবকের নাম ভাস্কর রায়। হাসখোয়ার গোকুলজোতে এলাকার বাসিন্দা বছর ২৪-এর ভাস্কর। জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও লাভ হয়নি. এরপর বাগডোগরা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ভাস্করের পরিবারের তরফে। তবে, খোঁজ শুরুর আগেই সোমবার ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন ওই যুবক। তবে, কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা ময়নাতদন্তের পরে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।