রাজ্যের খবর

আমবাগান থেকে উদ্ধার নিখোঁজ গৃহবধূর দেহ, চাঞ্চল্য নদিয়ায়

Body of missing housewife recovered from mango orchard, stirs up panic in Nadia

Truth Of Bengal: গত ১৭ তারিখ থেকে নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ একটি আমবাগান থেকে উদ্ধার করল নদিয়ার গাঙনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, গাঙনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের গোপীনগর এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত ১৭ তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যান।

সেই ঘটনায় গৃহবধূর পরিবার গাঙনাপুর থানায় গৃহবধূকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বুধবার গভীর রাতে ওই ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গাঙনাপুর পুলিশ।

ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশ জানতে পারে, অপহৃত গৃহবধূকে খুন করেছে সে। আর এর পরই বুধবার ভোর রাতে অভিযুক্তকে সঙ্গে নিয়ে গাঙনাপুরের বিবেকানন্দ পল্লী এলাকার একটি আমবাগানে পৌঁছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে গাঙনাপুর পুলিশ। তবে কেন এই খুন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে গাঙনাপুর পুলিশ।

Related Articles