ফিডার ক্যানেল ঘাটে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, ঘনীভূত হচ্ছে রহস্য
Bloody body of young man recovered at feeder canal pier, mystery deepens

Truth of Bengal: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চা এলাকায় শুক্রবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি উদ্ধার হয়েছে ফিডার ক্যানেল ঘাট সংলগ্ন এলাকা থেকে। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম, পরিচয় কিংবা তিনি কোথা থেকে এসেছিলেন— তা জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকাবাসীরা ফিডার ক্যানেলের ধারে হঠাৎ একটি ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহটি দেখে সন্দেহ হয়, এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, যা থেকে অনুমান করা হচ্ছে যুবকটিকে খুন করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।
এদিকে, মৃতদেহ উদ্ধারের খবরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। কে এই যুবক, কোথা থেকে এলেন, কেনই বা তাঁর এমন পরিণতি হলো — এসব প্রশ্নের উত্তর জানতে উৎসুক এলাকার মানুষ। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশেপাশের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে, কোনও নিখোঁজ ডায়েরি নথিভুক্ত হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।