রাজ্যের খবর
ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরায় উদ্ধার রক্তাক্ত দেহ
Bloody body found in compartment of Down Katihar Express

Truth Of Bengal: ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার তবলা বাদকের রক্তাক্ত দেহ। ট্রেনের বাঙ্কারে চাদর চাপা দেওয়া অবস্থায় রাখা ছিল দেহটি। প্রাথমিক তদন্তে জিআরপি-আরপিএফের অনুমান, তাকে খুন করা হয়েছে। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বালির বাসিন্দা সৌমিত্র চট্টোপাধ্যায় গত ১৯ তারিখ রাত সাড়ে ১০ টা নাগাদ ট্রেনে উঠেছিলেন। ফোনে শেষ কথা তার স্ত্রীর সঙ্গে হয়েছিল, তারপর আর কারোর সঙ্গে কথা হয়নি। বুধবার সকালে হাওড়া স্টেশনে যাত্রী নামিয়ে ট্রেনটি যখন রেল ইয়ার্ডে যায়। এরপর সেখানে কামরার ওপরের বার্থ থেকে উদ্ধার হয় ওই তবলা বাদকের দেহ।