
The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বিজেপির মন্ডল সভাপতি সুকুমার মন্ডলের অপসারণের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। পাশাপাশি লেবুখালী রোডের হালদার মোড়ে বিক্ষোভ অবরোধ কর্মসূচি করেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের পশ্চিম মন্ডল সভাপতি সুকুমার মন্ডল দুর্নীতিগ্রস্ত, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগ তুলছে দীর্ঘদিন ধরে। রাজ্য বিজেপি কাছে জানিয়ে কোন লাভ না হয়ে বাধ্য হয়ে আমরা আজকে রাস্তা অবরোধ প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছি।
অবিলম্বে মন্ডল সভাপতি কে অপসারণ করতে হবে, পুরানো বিজেপি কর্মী তারা বিক্ষোভ করে।যত তাড়াতাড়ি সম্ভব সুকুমার মন্ডল এর সভাপতির পথ থেকে পদত্যাগ করুক। হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা গোপাল মন্ডল ও ভৈরব সরদাররা বলেন, পুরনো কমিটিতে বাদ দিয়ে উনি নতুন করে কমেটি করেছেন যেখানে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের নিয়ে সংগঠন তৈরি করছেন পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন এই বিষয়ে বিজেপি মন্ডলের সভাপতি সুকুমার মন্ডল কিছু বলতে চাননি।
হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডল বলেন ওদের কোন সংগঠন নেই সিপিএম কংগ্রেস তৃণমূল থেকে ধার করে সংগঠন করছেন নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক নেই। যার কারণে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। লোকসভা ভোট যত এগিয়ে আসবে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসবে পাশাপাশি দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে ঢুকে নিজেদের মধ্যে গোষ্ঠীদন্ত তৈরি করে ফেলেছেন। যার কারণে অনুপম হাজররা মুখ খুলছেন।