রাজ্যের খবর

বিধায়ক পদে পদত্যাগ বিজেপির মনোজ টিগ্গার

BJP's Manoj Tigger resigns as MLA

The Truth Of Bengal :  বিধায়ক পদে পদত্যাগ করলেন বিজেপির মনোজ টিগ্গা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় গিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কেন পদত্যাগ করলে মনোজ টিগ্গা? আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা ভোটে পরপর নির্বাচিত হয়েছিলেন তিনি। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক পদে ছিলেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এবার সাংসদ হিসেবে তিনি শপথ নেবেন। তার আগে বিধায়ক পদ থেকে তাই পদত্যাগ করলেন।

বিধানসভায় মনোজ টিগ্গা এক বর্ণময় চরিত্র। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। রাজ্যের মন্ত্রীদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক। সব দলের বিধায়কদের সঙ্গেও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এবার সেই মনোজ বিধানসভা ছাড়িয়ে লোকসভায়। রাজ্য বিধানসভার পাট চুকালেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর আবেগতাড়িত হয়ে ওঠেন মনোজ।

মনোজ টিগ্গা জানিয়েছেন বিধায়ক পদে পদত্যাগ করলেও সময় পেলে তিনি বিধানসভায় আসবেন। দীর্ঘদিন ধরে এই সদনে তিনি রয়েছেন। অনেক স্মৃতি রয়েছে এই সদনের সঙ্গে। তা তো আর সহজে ভোলা যাবে না। সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, জানিয়েছেন তিনি।

Related Articles