রাজ্যের খবর

বিজেপি উপপ্রধানের স্বামীর অ্য়াকাউন্টে আবাসের টাকা, বিতর্ক তুঙ্গে

BJP vice-president's husband's residence money in his account, controversy rages

Truth Of Bengal: বিজেপি পরিচালিত মালদার মানিকচকের নাজিরপুর পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী আবাসের টাকা পাওয়ায় বিতর্ক। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্বজনপোষণের অভিযোগ করে সরব হয়েছে। দুর্নীতির কাঁটা বিঁধতে থাকায় বিজেপির উপ-প্রধান প্রিয়াঙ্কামণ্ডলের সাফাই, তাঁর সঙ্গে স্বামীর সম্পর্ক নেই। বিবাহ বিচ্ছেদের যুক্তি দিয়ে হাত ধুয়ে ফেলার চেষ্টা হচ্ছে বলে অনেকেই মনে করছেন।

সরকারি অর্থ কে বাড়ি পাবে, তা ঠিক করে পঞ্চায়েতের হর্তাকর্তারা। দুর্নীতি নির্মূল করতে রাজ্য সরকার,এবার বাড়ির টাকা দেওয়ার ক্ষেত্রে একাধিকবার যাচাই করছে। বিডিও সহ প্রশাসনের কর্তারা ঝাড়াই –বাছাই করে প্রকৃত বাড়ির প্রাপকদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।সেই স্বচ্ছতার তালিকায় কোনও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা নাম তুললে তা বাদ দিতে এক মিনিটও দেরি করছে না শাসকদল। অথচ দেখা যাচ্ছে, বিজেপি পরিচালিত মালদার  পঞ্চায়েতে ঘুঘুর বাসা।

পাকা বাড়ির থাকার পরও কোন জাদুবলে অবাস যোজনা তালিকায় নাম এবং প্রথম কিস্তি টাকাও ঢুকলো উপপ্রধানের স্বামীর অ্যাকাউন্টে সে নিয়েই উঠছে প্রশ্ন। বিজেপি পরিচালিত নাজিরপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডলের  স্বামী কৃষ্ণ মন্ডল টাকা পাওয়ায় বিরোধী শিবিরের স্বচ্ছতার রাজনীতির হাইটেক প্রচার আবারও ধাক্কা খেল।

উপ-প্রধান বলছেন,স্বামীর সঙ্গে সম্পর্ক নেই,৩-৪মাস।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব  সহ অন্যান্য নেতাদের প্রশ্ন,যদি এই সাফাই মেনে নেওয়া যায়,তাহলে, আবাসের নামের তালিকা তো আগে তৈরি হয়েছে।তখন কী তিনি প্রভাব খাটিয়ে বাড়ির টাকা পাইয়ে দিয়েছেন? আমতা আমতা করে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন উপ-প্রধান সহ বিজেপি নেতৃত্ব।যদিও কৃষ্ণ মণ্ডল নিজে দাবি করছেন,তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডলের। ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে মানিকচক ব্লক প্রশাসন। অভিষেক দাসের রিপোর্ট।

Related Articles