রাজ্যের খবর

পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে জেলাশাসক দপ্তরে ধর্না বিজেপির

BJP stages dharna at District Magistrate's office demanding identification and repatriation of Pakistani nationals

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরৎ পাঠানোর দাবিতে সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে ধরনা ও ডেপুটেশন কর্মসুচি পালন করলো ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর সাংগঠনিক জেলা। খোঁজো, ধরো, ফেরৎ পাঠাও এই স্লোগানকে সামনে রেখে এদিনের এই কর্মসুচি।

এদিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, জেলা সভাপতি শমিত মন্ডল, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, অরুপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। কর্মসূচির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তর দেন রাহুল সিনহা। হরগোবিন্দ দাসের পরিবারকে হেনস্থা ও বাড়িতে নতুন দরজা লাগানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বহরমপুরে গুলি, ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকায় রেশন সামগ্রী পাচার, মেদিনীপুরে বিজেপির জেলা সভাপতির উপর বিজেপি কর্মীদের আক্রমন ইস্যুতে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

কাশ্মীরের পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গিদের নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলার প্রতিবাদে প্রাক নাগরিকদেরকে খুঁজে ধরে নিজেদের দেশে পাঠাতে হবে। সেই দাবি নিয়েই জেলাশাসকের দপ্তরের সামনে মেদিনীপুর সংগঠনিক ও ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির ডেপুটেশন ধরনা কর্মসূচি। বিজেপি নেতৃত্ব দাবি, আমাদের দেশে থেকে আমাদের দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করবে এটা কোনদিন চলতে পারে না। তাই অবিলম্বে প্রত্যেকটি জায়গায় তাদেরকে খুঁজে বের করে পাকিস্তানে পাঠাতে হবে।

Related Articles