দেখুন কাণ্ড , বাজনা বাজিয়ে নাচতে নাচতে স্কুলে ধুকছেন বিজেপি বিধায়ক
BJP MLA dances to music in school

Truth Of Bengal: সোনামুখী, বাঁকুড়া: বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধুলাই উচ্চ বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় বুধবার। এই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায় মঞ্চ তখন আলোকিত করছে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়া জেলার প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী, সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। হঠাৎ করেই সেই সময় বাজনা বাজিয়ে মঞ্চের দিকে অগ্রসর হতে থাকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। আয়োজকদের পক্ষ থেকে বিধায়কের ঢুকতেই পুষ্প বৃষ্টি হতে থাকে। এরপর মাইকে ঘোষণা করা হয় মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিজেপি বিধায়ককে। হঠাৎ করে সেকেন্ডের মধ্যে মঞ্চ ছাড়েন তৃণমূলের পদাধিকাররা। ঠিক যেন মঞ্চর ছেড়ে প্রাণে বাঁচলেন তৃণমূলের পদাধিকাররা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় চারিদিকে। শোরগোল পড়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে।
সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি বলেন, বিদ্যালয়ের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কার্ডে নাম ছিল বাঁকুড়া জেলার সভাধিপতি, বিষ্ণুপুরের বিধায়ক, সোনামুখীর চেয়ারম্যানের নাম। সেখানে দুর্ভাগ্যবশত সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি বিনা নিমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত হয়। বিজেপি একটি সাম্প্রদায়িক দল দাঙ্গাবাজ দল তাদের প্রতিনিধিদের সাথে মঞ্চ শেয়ার করবেন না তৃণমূল তাই তারা সেখান থেকে বেরিয়ে চলে এসেছে।