আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ বিজেপি মেম্বারের বিরুদ্ধে
BJP member accused of demanding money in the name of providing housing

Truth Of Bengal: এবার আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ উঠল সাগরদিঘী ব্লকের বালিয়া অঞ্চলের বিজেপি মেম্বারের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শিবানী দাস নামে এক বৃদ্ধা মহিলার আবাস যোজনার PWL এ নাম থাকার পরে সার্ভে হয়। কিন্তু সার্ভে করার পরে শিবানী দাসের নাম অযোগ্য তালিকায় উঠে আসে।
পরবর্তীকালে, মোটা টাকার বিনিময়ে সেই নাম যোগ্য তালিকায় তুলে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠল বালিয়া অঞ্চলের কালিয়াডাঙ্গা বুথের বিজেপি মেম্বার বিপ্লব দাসের বিরুদ্ধে। সাংবাদিকরা তার সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বিষয়টি নিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শিবানী দাসের ছেলে জানিয়েছেন, অবিলম্বে বিপ্লব দাসের মেম্বার পদ খারিজ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এ ধরনের জনপ্রতিনিধি এলাকায় থাকলে উন্নয়নের নামে মানুষকে ধোঁকাবাজি করা হবে।