রাজ্যের খবর

বিজেপি বাংলা ভাগ চায় না, জানালেন শুভেন্দু অধিকারী

BJP does not want division of Bengal, said Shuvendu Adhikari

The Truth Of Bengal: বঙ্গভঙ্গ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। বিজেপির একাধিক নেতা মন্ত্রী সাংসদ বঙ্গভঙ্গের দাবিতে আওয়াজ তুলেছেন। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তর-এর প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব রেখেছেন। আবার বিজেপির ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে বাংলার পশ্চিমবঙ্গ ও মালদা জেলাকে নিয়ে বিহারের তিনটি জেলার সঙ্গে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি তুলেছেন।

বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবিতে সোচ্চার হয়েছেন। এর আগে বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার পক্ষে জোরালো সাওয়াল করেছিলেন। বিজেপির অভ্যন্তরে যখন আলাদা রাজ্যের বিভিন্ন দাবিতে সোচ্চার তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন বিজেপির এই বঙ্গভঙ্গের রাজনীতির বিরুদ্ধে। সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দেন কাউকে বাংলা ভাগ করতে দেব না।

তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ক্ষমতা থাকলে ভোটাভুটিতে আসুক। কত ক্ষমতা আছে দেখব বাংলা ভাগ করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোচার পর বিজেপি নেতাদের একাংশের সুর নরম হয়েছে। অবশ্য যারা বাংলা ভাগের পক্ষে সেই সব নেতাদের সঙ্গে এক সুরে কথা বলতে নারাজ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়। বিজেপি কখনই চাইনা বাংলা ভাগ হোক। শুভেন্দুর কথায় এই পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ, এক ভারত শ্রেষ্ঠ ভারত। উত্তরবঙ্গের জন্য উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। তবে কখনোই বিজেপি বঙ্গভঙ্গের পক্ষে নয়।

Related Articles