রাজ্যের খবর
Trending

লাঠি-বাঁশ নিয়ে তেড়ে গেল গ্রামবাসী, কেশপুরে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী হিরণ

BJP candidate Hiran faces protests in Keshpur

The Truth Of Bengal: ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কেশপুরে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে তেড়ে যান তাঁর দিকে। সেই সময় গাড়িতে বসে ছিলেন হিরণ। তাঁর বিরুদ্ধে বুধবার রাতে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তেতে আছে এলাকার মানুষ। এদিন হিরণ ওই এলাকায় গেলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়।

কেশপুরে বিক্ষোভ দেখানো তৃণমূল কর্মীদের অভিযোগ, বুধবার রাতে বিজেপি কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। তিন জনের হাত ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূলের এই অভিযোগ প্রসঙ্গে হিরণ বলেন, ‘কোথায় অভিযোগ দায়ের হয়েছে? ওদের পুলিশ, ওরা অভিযোগ করেনি? এফআইআর-এর কপি দেখাতে বলুন। ১৪৪ ধারা চলছে। তার মধ্যে হাতে বাঁশ, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে।‘

এই ঘটনার আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।  কেন্দ্রীয় বাহিনীর প্রতি তাঁর কোনও আস্থা নেই বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ করেছেন হিরণ। দলের কর্মীদের নিরাপত্তার জন্য তিনি যোগাযোগ করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি-র সঙ্গে। তখন সেখান থেকে তিনি কোনও সহযোগিতা পাননি বলে দাবি তাঁর। উল্টে তাঁকে গালাগালি করা হয়েছে বলে অভিযোগ তোলেন হিরণ।

ঘাটালের বিজেপি প্রার্থীর এই অভিযোগ নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এদিন সকাল থেকে ঘাটালের বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটতে থাকে। কেশপুরে সেই হিরণকে ঘিরে বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিয়ন্ত্রণে আনে।

Related Articles