রাজ্যসভার উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা বিজেপির, রয়েছে একাধিক নতুন মুখ
BJP announces candidates for Rajya Sabha by-election

Truth Of Bengal : ৩সেপ্টেম্বর রাজ্যসভার আসনের জন্য উপ-নির্বাচন রয়েছে। তেলেঙ্গানা,মধ্যপ্রদেশ,রাজস্থান,ত্রিপুরা সহ বেশকয়েকটি রাজ্য থেকে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে সংসদের উচ্চ কক্ষে যাবেন। তার জন্য রাজনৈতিক তত্পরতা জারি আছে।এর মাঝে কেন্দ্রের শাসকদল বিজেপি তাঁদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করল। তালিকায় দেখা গেছে,বিহার থেকে প্রার্থী হচ্ছেন বার কাউন্সিলের চেয়ারম্যান তথা সিনিয়র আইনজীবী মান্নান কুমার মিশ্র। একইভাবে বিজেপির তরফ থেকে মধ্যপ্রদেশ থেকে দাঁড়াচ্ছেন জর্জ ক্যুরিয়ান,রাজস্থান থেকে পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন রভনিত সিং বিট্টু।
BJP releases a list of candidates for the upcoming by-elections to the Rajya Sabha from different states.
Bar Council of India Chairman, senior advocate Manan Kumar Mishra from Bihar
George Kurian from Madhya Pradesh
Ravneet Singh Bittu from Rajasthan
Rajib Bhattacharjee from… pic.twitter.com/eanMZsB2nh— ANI (@ANI) August 20, 2024
দেশের ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা থেকে বিজেপির পক্ষে লড়বেন রাজীব ভট্টাচার্য। এছাড়াও অসম থেকে লড়বেন রামেশ্বর তেলি,শ্রী মিশন রঞ্জন দাস। হরিয়ানা থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন কিরণ চৌধুরী।পশ্চিম ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্র থেকে গেরুয়া শিবিরের মনোনীত প্রার্থী হচ্ছেন শ্রী ধৈর্যশীল পাটিল। পূর্ব ভারতের উড়িষ্যা থেকে দাঁড়াচ্ছেন শ্রীমতি মমতা মোহন্ত।
উল্লেখ্য,রাজ্যসভায় বিজেপির সদস্যসংখ্যা কম রয়েছে।এবার উচ্চকক্ষে তাঁরা বিরোধীদের কাছে নানা ভাবে বাধা পান।তাই রাজ্যসভায় শক্তি বাড়ানো বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।নিজস্ব দলীয় শক্তি ছাড়াও শরিকদের ওপর নির্ভর করতে হয়।তাই এবারের নির্বাচনে কতজন বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে রাজ্যসভায় যায় সেটাই দেখার। ইতিমধ্যে রাজ্যসভায় রাকেশ সিন্হা, রাম শাকল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমলানির মেয়াদ সম্পূর্ণ হয়েছে। এই চার জনকেই রাজ্যসভায় মনোনীত সদস্য হিসাবে নিযুক্ত করেছিলেন রাষ্ট্রপতি।
চার জনের মেয়াদ পূরণ হওয়ায় ওই ৪টি আসন খালি হয়। রাজ্যসভায় বিজেপির সদস্যসংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৬। ২৪৫ আসনবিশিষ্ট রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য কোনও দল বা জোটের সঙ্গে ১১৩ জন সদস্যকে থাকতে হবে। এনডিএ-র সদস্যসংখ্যা এখন ১০১, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় ১২টি আসন কম।অন্য দিকে, রাজ্যসভায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্য হল ৮৭।