রাজ্যের খবর

পরিবেশবান্ধব পৌষমেলার প্রস্তুতি শুরু করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

Biswa Bharati authorities have started preparations for the eco-friendly Paush Mela

Truth Of Bengal: সৌতিক চক্রবর্তী : প্রতি বছর ৭ পৌষ ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হয়। ২০১৯ সালে শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতীর আয়োজনে পূর্বপল্লির মাঠে শেষ বার হয়েছিল পৌষমেলা। ২০২০তে করোনা অতিমারির কারণে আর মেলা হয় নি।তারপর ২০২১ এবং ২০২২ সালে নানা কারণ দেখিয়ে মেলা করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিবর্তে দু’বারই বোলপুর ডাকবাংলো ও স্টেডিয়াম মাঠ জুড়ে হয়েছিল বিকল্প পৌষমেলা। গত বছর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। তার পরে পূর্বপল্লির মেলার মাঠে ফিরে আসে পৌষমেলা। তবুও আর বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার আয়োজন করেনি। এবার পরম্পরা বজায় রাখতে সেই রবীন্দ্রস্মৃতিধন্য মেলার ব্যবস্থা করছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ। দীর্ঘ ৫বছর পর এই পৌষমেলা হওয়ায় আলাদা আবেগের ছোঁয়া দেখা যায়। আশ্রমিক থেকে পড়ুয়া সবাই শীতের আমেজ গায়ে মেখে, পৌষের মিলনমেলায় মাততে তৈরি হচ্ছে।

বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সরেন স্পষ্ট করেন, নির্ধারিত দিনে মেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা চাওয়া হয়েছে। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলা হবে পরিবেশবান্ধব। প্লাস্টিক যাতে যত্রতত্র ব্যাবহার না হয় তারজন্য বাড়তি নজর রাখা হবে।

এইবছর পৌষ মেলা হতে পারে ৬ দিন, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি বোলপুর ব্যাবসায়ী সমিতি ৬ দিনের পর যাতে কোন দোকান না থাকে সেজন্য সেটি তারা লক্ষ্য রাখা হবে বলেও উদ্যোক্তারা স্পষ্ট করেছেন। তাই রবীন্দ্রনাথের ভাবনাকে সাকার করতে জেলা প্রশাসন এগিয়ে আসায় আশ্রমিকরাও বেশ খুশি বলা যায়।

Related Articles