
Truth Of Bengal: শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এক বুনো বাইসনের কারণে। হঠাৎ লোকালয়ে ঢুকে পড়া এই বাইসনটি ঘণ্টার পর ঘণ্টা এলাকায় ঘোরাফেরা করে আতঙ্কের পরিবেশ তৈরি করে।
প্রথমে বাইসনটিকে দেখা যায় ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে হঠাৎ করেই বাইসনটি গ্রামের রাস্তায় দেখা যায়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ এলাকায় ঘোরাঘুরির পর বাইসনটি জলঢাকা নদী পার করে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায় প্রবেশ করে।
লোকালয়ে বাইসনের দাপট, চাঞ্চল্য এলাকায় pic.twitter.com/wXtFUzKECA
— TOB DIGITAL (@DigitalTob) April 25, 2025
ময়নাগুড়ি এলাকায় ঢুকেই বাইসনটি রীতিমতো দাপিয়ে বেড়াতে থাকে। তবে সৌভাগ্যবশত, কেউ গুরুতরভাবে আহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বন দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে বাইসনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও জনবসতির মধ্যে থাকায় তাকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাওয়া বনকর্মীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাইসনটি জলঢাকা নদীর চরে অবস্থান করছে এবং বনদপ্তরের নজরে রয়েছে। এলাকায় নজরদারি চালানো হচ্ছে যাতে বাইসনটি আবার লোকালয়ে ঢুকে পড়তে না পারে। প্রয়োজনে তাকে অচেতন করে জঙ্গলে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে বন দফতর। এই ধরনের ঘটনার পিছনে বনাঞ্চলের সংকোচন, খাদ্যের অভাব এবং পরিবেশগত পরিবর্তনের মতো কারণ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।