পাখির চোখ লোকসভা নির্বাচন, শনিবার উত্তরবঙ্গে জোড়া সভা তৃণমূল সুপ্রিমোর
Bird's eye Lok Sabha election, Trinamool supremo to meet in North Bengal on Saturday

The Truth Of Bengal : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বিভিন্ন স্থানে সভা করতে এবং প্রচার করতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল। তবে শুধু তাই নয় স্বয়ং তৃণমূল সুপ্রিমো লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন এবং সভাও করছেন। উত্তরবঙ্গে ভোটপ্রচারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও উত্তরবঙ্গে জোড়া জনসভা তৃণমূল সুপ্রিমো মমতার। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে একটি জনসভা করবেন তিনি।
অন্য দিকে, বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে তপনে জনসভা করবেন। ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসন জিতেছিল বিজেপি। বালুরঘাট আসনে জিতেছিলেন সুকান্ত মজুমদার। তিনি বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি। এই দু’টি আসন জিততে চায় তৃণমূল। শুক্রবার তাঁর জোড়া জনসভা ছিল। শনিবারও জোড়া সভা রয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী তুফানগঞ্জের নাগুর হাট হাই স্কুলের মাঠে সভা করেছেন। অন্য সভাটি করেছেন জলপাইগুড়িতে। রাজ্যে প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল। শুক্রবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন মমতা।
তিনি বলেন, ‘‘আপনারা বাংলাকে ঘৃণা করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার করছেন।’’ কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। মমতা বলেন, ‘‘অনেকের চাকরি খেয়েছেন। এ বার জনগণের আদালতে আপনার বিচার হবে।’’ এর পর অসমেও প্রচারে যাবেন মমতা। আগামী ১৭ এপ্রিল শিলচরে প্রচার করবেন। অসমে তৃণমূলের চার জন প্রার্থী রয়েছেন। তাঁদের হয়েই প্রচার করবেন তিনি।