পাখির চোখ ২৬ এর বিধানসভা, কর্মীদের মনবল চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ সভা তৃণমূলের
Bird's Eye 26 Assembly, Trinamool holds important meeting to boost morale of workers

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: দোরগোড়ায় ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুত তৃণমূল কংগ্রেস। আগামী ২০২৬ সালের বিধান সভার নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যেতে উন্মুখ, বিশেষ করে ভোটার কার্ডের ইস্যুই এখন মূল বিষয়।
নদীয়ার হাঁসখালী বেতনা গোবিন্দপুর তৃনমৃল কংগ্রেসের কর্মীসভা দলীয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে এই সকল পদক্ষেপ। উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীপক বোস, লক্ষ্মন দাস, দীনেশ চক্রবর্তী, অমিত দাস, রত্না ঢালী, কল্যাণ ঢালী, চিত্ত কর্মকার, চিত্ত বিশ্বাস। তবে গোটা নদিয়া জেলায় বর্তমানে তৃণমূল অনেকটাই শক্ত ঘাঁটি।
বিজেপি এবং বিরোধী দলগুলি যতই নাড়াচাড়া দিক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প লক্ষীর ভান্ডার এখন মাস্টার স্টোক। তৃণমূল নেতৃত্বের আত্মবিশ্বাস এবার বিধানসভা নির্বাচনে ভাল ফল হওয়ার হতে চলেছ বলে ধারনা সবুজ শিবিরের। আগে থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে, মনোবল ফিরিয়ে আনতে এখন থেকেই শুরু হয়েছে রাজনৈতিক কর্মীসভা, ও কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কৌশল।