পশ্চিমবঙ্গে চার বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস! উদ্বেগপ্রকাশ ‘হু’-র
Bird flu virus in the body of a four-year-old child in West Bengal! The expression of concern is 'Who'

The Truth Of Bengal: চার বছর বয়সী শিশুর শরীরে মিলেছে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাস। পশ্চিমবঙ্গের এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্ব স্বাথ্য সংস্থা বা ‘হু’। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় ওই শিশুকে। জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্ট, জ্বর, পেটে ব্যথার কারণে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোকজন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় শিশুটি বার্ড ফ্লু আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। দেশে মানব শরীরে দ্বিতীয় কোনও ঘটনা হিসেবে এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলল। এর আগে ২০১৯ সালে একজনের শরীরে এই বার্ড ফ্লু ভাইরাস মিলেছিল। ৫ বছর পর ফের সেই ঘটনা প্রকাশ্যে আসার বাড়ছে উদ্বেগ। যা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা যাচ্ছে, ওই শিশুর বাড়িতে হাঁস-মুরগির ফার্ম ছিল। চিকিৎসকরা মনে করছেন, সেই ফার্ম থেকে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে শিশুটি। টানা তিন মাস চিকিৎসা চলার পর শিশুটি এখন অবশ্য সুস্থ আছে। হাঁস-মুরগির সংস্পর্শে বাড়ির বাকি লোকজন এলেও তাদের কারও শরীরে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি মেলেনি। তাদের কারও মধ্যে অসুস্থতার কোনও লক্ষ্মণ দেখা যায়নি।
শিশুটিকে কোনও টিকা দেওয়া হয়েছিল কিনা, কিংবা ঠিক কোন অ্যান্টিভাইরাল চিকিত্সা করা হয়েছে কিনা, সেই সম্পর্কে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। H9N2 ভাইরাসে সাধারণত হালকা অসুস্থতা, জ্বর, শ্বাসকষ্ট ও পেটে ব্যথা হয়। তাই WHO-এর বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিচ্ছিন্নভাবে H9N2 সংক্রমণ হয়ে থাকলেও তা জানা যায়নি। বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পোল্ট্রি ফার্ম আছে এমন এলাকায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বেশ সাধারণ বিষয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মেক্সিকোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর পর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমি হতে থাকে। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরে গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের। তাই মানবদেহে বার্ড ফ্লু সংক্রণের বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।