দেশরাজ্যের খবর

ইউপিএসসি-তে প্রথম স্থান অধিকার করে তাক লাগাল বীরভূমের ছেলে

Birbhum boy impresses by securing first rank in UPSC

Truth Of Bengal: ইউপিএসসি বা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এডিএ) দেশের মধ্যে প্রথম স্থানাধিকার করলেন বীরভূমের ছেলে ইমন ঘোষ। জানা গিয়েছে, তিনি ২০২৪ এর এই এনডিএ পরীক্ষায় মোট ১৮০০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১০৮৪ পেয়েছেন। যেই পরীক্ষায় তার সাথে মোট ৭৯২ জন এই পরীক্ষা দিয়েছিল। তবে নিজের পরীক্ষার ফলাফল জেনে থাকলেও তার বন্ধুরা কেমন ফলাফল করতে পেয়েছে সেই নিয়ে বেশ চিন্তায় ছিলেন।

ইমনের বাবা উজ্জ্বলকুমার ঘোষ ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদার। সেই সুত্র থেকেই ছোট বয়স থেকে প্রতিরক্ষার প্রতি আগ্রহ ছিলই তার। হরিয়ানার কুঞ্জপুরার সৈনিক স্কুল, দেহরাদূনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে পড়াশোনা ছাড়াও বাস্কেটবল, ফুটবল খেলা হোক, কিংবা গিটার বাজানো, ক্যানভাসে ড্রয়িং থেকে শুরু করে ড্রয়িংরুম ডিবেট এই সব কিছুতেই পারদর্শী ইমন। তবে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার পর তার ইচ্ছা ছিল ১ থেকে ১০-এর মধ্যে যাতে থাকতে পারে সে।

অন্যদিকে তার গ্রাম এবং পরিবারের লোকজন খুশিতে আত্মহারা দেশের প্রথম স্থান অধিকার করার জন্য। যদিও ইমন ঘোষ নেই তার গ্রামের বাড়িতে সে এখন পুনেতে রয়েছে।

এই নিয়ে ইমনের মা গার্গী ঘোষ জানান, তাঁর স্বামী পাঠানকোটে থাকাকালীন ছেলের ফাইটার জেট নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে। ১৮ বছরে পা দেওয়ার আগেই তিনি ফ্লাইং অফিসার হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, “স্বামীকে দেখে মন শক্ত করতে হত। প্রথমে ছেলের সিদ্ধান্ত নিয়ে অনেক দ্বন্দ মনে এলেও ধীরে ধীরে ছেলেই আমাকে উৎসাহ দিয়েছে। আমি ভীষণ খুশি ওর এই সাফল্যে।”

ইমনের এই সাফল্যে খুশি হয়ে টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “জেনে খুব আনন্দিত এবং গর্ব হচ্ছে, যে আমাদের বীরভূমের ছেলে ইমন ঘোষ ইউপিএসসি আয়োজিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা ২০২৪-এ প্রথম হয়েছে। সদ্যই রেজ়াল্ট প্রকাশিত হয়েছে এবং বোলপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত হাবিলদারের কিশোর ছেলে এই সাফল্য আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে।” অন্যদিকে, তার গ্রাম এবং পরিবারের লোকজন খুশিতে আত্মহারা দেশের প্রথম স্থান অধিকার করার জন্য। যদিও ইমন ঘোষ নেই তার গ্রামের বাড়িতে সে এখন পুনেতে রয়েছে।

Related Articles