রাজ্যের খবর

ডাম্পারের ধাক্কায় বাইকে আগুন, ঝলসে মৃত্যু বাইক আরোহী

Bike caught fire due to impact of dumper, bike rider died due to burns

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস :  চলন্ত বাইকে ডাম্পারের ধাক্কা। আর তাতেই দাউদাউ আগুনে জ্বলে উঠল বাইক সহ ডাম্পারটি। আগুনে ঝলসে মৃত্যু হল আহত বাইক আরোহীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর দেজুড়ি মোড়ে। বাইক চালকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যল কলেজে।

স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে এক আত্মীয়ের সৎকার সেরে দুর্গাপুরে এর কোক ওভেন থানা এলাকার বাসিন্দা অভিজিৎ ব্যনার্জী নিজের বাইকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর দেজুড়ি মোড়ের কাছে একটি বালি বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় বাইকটির। ধাক্কার পরই বাইকটিতে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিতেও। আগুনে ঝলসে যায় দুর্ঘটনায় আহত বাইক আরোহী অভিজিৎ ব্যানার্জীর দেহের বেশিরভাগ অংশ । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল থেকে বাইক আরোহীর ঝলসানো দেহ উদ্ধার করে বড়জোড়া থানার পুলিশ। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।

Related Articles