রাজ্যের খবর

তৃণমূল নেতা খুনে বিহার যোগ, ১০ লক্ষ টাকা সুপারি দেওয়ার অভিযোগ

Bihar joins Trinamool leader's murder, allegation of offering Rs 10 lakh as betel nut

Truth Of Bengal: বৃহস্পতিবার সকাল ১০ নাগাদ প্রকাশ্যে খুন হয় তৃণমূল নেতা বাবলা সরকার। সেই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দ্রুত কিনারা করারও নির্দেশ দিয়েছিলেন। সেইমতো পুলিশ খুনের রহস্য বের করতে গিয়ে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এই নৃশংস খুনে স্পষ্ট হয়েছে বিহার যোগ। অভিযোগ, তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করার জন্য সুপারি কিলারকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। শুক্রবার অভিযুক্তদের মালদা আদালতে তোলা হয়। সেখানে অভিযুক্তদের ১৪ জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, বিহারের দুষ্কৃতীরা এই রাজ্যে খুন করছে, যে বা যাঁরা জড়িত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, প্রশাসন দ্রুত এই ঘটনার কিনারা করতে তত্পর। মহম্মদ সামি আখতার ও টিঙ্কু ঘোষকে গ্রেফতার করা হয়। মহম্মদ সামি আখতার বিহারের কাটিহারের বাসিন্দা,আর টিঙ্কু ঘোষ, ইংরেজবাজারের গাবগাছির বাসিন্দা।

শুক্রবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে রয়েছে আব্দুল গণি। আব্দুল গণির বাড়ি হরিশ্চন্দ্রপুরে। অভিযোগ, লক্ষ-লক্ষ টাকা সুপারি কিলার দিয়ে বাবলা সরকারকে খুন করা হয়েছে। বিহারের দুষ্কৃতীরা হরিশ্চন্দ্রপুরে গা ঢাকা দিয়ে থেকে অপারেশন সফল করছে বলে মনে করছে পুলিশের একাংশ। দলের দীর্ঘদিনের নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় যারা জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ইংরেজবাজারের মহানন্দাপল্লী এলাকায় বাবলা সরকারের শেষকৃত্য হয়। সেই প্রয়াত নেতার শেষকৃত্যে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যান পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

তৃণমূল নেতাও পুরও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বাংলা জাগোর কাছে, দোষীদের নজিরবাহিীন শাস্তির দাবি তুলে সরব হন। তিনি বলেন এই ধরণের ঘটনায় কোনওভাবেই মেনে নেওয়া যায় না। নৃশংস খুনের নেপথ্যে কারা, কারা এভাবে প্রকাশ্যে খুনের ষড়যন্ত্র করল, তা বের করার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌসম বেনজির নূরও দলীয় নেতৃত্বের তরফে এই দাবি তোলেন।

Related Articles