রাজ্যের খবর

জলের অভাবে নষ্ট বিঘার পর বিঘা জমির ধান, প্রতিবাদে পথ অবরোধ কৃষকদের

Bigha after bigha of paddy land destroyed due to lack of water, farmers block roads in protest

Truth Of Bengal: সেচ দফতরের গাফিলতির অভিযোগ কৃষকদের, জলের অভাবে বিঘার পর বিঘা জমির ধান নষ্ট। সেই প্রতিবাদে নফর ডাঙ্গার রাস্তা অবরোধ করে কৃষকরা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মহেশপুর, রাউতোড়া, গোবিন্দ বাটি সহ বেশ কয়েকটি গ্রামে বোরো ধানের চাষ করেছে কৃষকরা DVC সেচের ছাড়া জলে।

সেচ দফতর বিজ্ঞপ্তি জারি করেছিল বোরো চাষের জন্য ২৬ শে জানুয়ারি থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জল ছাড়া হবে ক্যানেলে। কিন্তু কৃষকদের অভিযোগ ধান চাষের সময় জল ছাড়লেও ধান রোপনের পর ১০ থেকে ১৫ দিন কোনরকম জল দেওয়া হয়নি।

যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়েছে, মরে গিয়েছে ধানের চারা। কৃষকরা জানাচ্ছেন কেউ মহাজনের কাছে ঋণ করে কেউ বা জমি ভাগে নিয়ে চাষ করেছেন। সেচ দপ্তরের খামখেয়ালী মনোভাবে চরম সঙ্কটে পড়েছে কৃষকরা। বাধ্য হয়েই রবিবার তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ পরে সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় কৃষকরা। বিক্ষোভের জেরে সোনামুখী দুর্গাপুর সড়কে ব্যাপক যানজট।