রামপুরহাট পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক …
Big success of Rampurhat police, large amount of explosives recovered

The Truth Of Bengal: রামপুরহাট থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। রামপুরহাটের হস্তিকান্ধা মোড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। ১৬টি বস্তা থেকে ৬৪০০ টি জিলেটিন স্টিক উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাট থানার হস্তিকান্দা ও মাসরা গ্রামের মাঝে জঙ্গল লাগোয়া একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় রামপুরহাট থানার পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৬ হাজার ৪০০ শ পিস জিলেটিন স্টিক। বিস্ফোরক মজুতের অভিযোগে এখনও কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, পাথর খাদানে পাথর ফাটানোর জন্য জিলেটিন স্টিকগুলি মজুত হয়েছিল। তবে অনুমতি না থাকায় জঙ্গলে পরিত্যক্ত বাড়িতে লুকিয়ে রাখা হয়। রামপুরহাট থানার পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
Free Access