Big Breaking: বিধ্বংসী আগুনে ভস্মীভূত ঝুপড়ি, দীর্ঘশ্বাস ফেলা মানুষের পাশে প্রশাসন
Big Breaking: Shacks gutted by devastating fire, administration beside sighing people

The Truth Of Bengal : দমদমের ছাতাকলে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন।
সুত্রের খবর, শনিবার দমদমের খালপাড়ের নতুন ব্রিজ হনুমান মন্দিরের পাশে আগুন। ছাতাকলে ঝুপড়িতে হঠাৎ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ঘরের ভেতরে থাকা বহু আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয়রা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে এসে দেখে ঝুপড়িতে আগুন লেগেছে। এরপর এলাকাবাসীরা প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। কিন্তু তারা আগুন নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হলে অবশেষে দমকলে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।
দুপুর বারোটার একটু আগেই লাগে আগুন। লেলিহান শিখা গিলে যায় ছাতাকল এলাকার ঝুপড়ি।সময় গড়াতেই আগুনের রাক্ষুসে চেহারা ভয়ঙ্কর আকার নেয়। আগুন এতটাই তীব্র ছিল তাতে আতঙ্ক ছড়ায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বেশ কিছু অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। ঝুপড়ির এক একটা ঘর দাউদাউ করে জ্বলতে শুরু করে। পুড়ে খাক হয়ে যায় গরিব বস্তিবাসীদের বাসস্থানের জায়গা।দমদম হনুমান মন্দির সংলগ্ন ছাতা কলের কাছের বস্তিতে বিধ্বংসী আগুন নেভাতে যায় দমকলের ইঞ্জিন। একে একে ইঞ্জিন বাড়ে। দমকলের ১০ টি ইঞ্জিন পরে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু।
দমকল সূত্রে খবর, হতাহতের কোনো আশঙ্কা নেই। ঘিঞ্জি পূর্ণ এলাকা থাকার দরুন দমকল কর্মী দের বেশ অনেকটাই বেগ পেতে হয়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়। আগুনের খবর পেয়েই স্থানীয় বিধায়ক অদিতি মুন্সিতে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।