রাজ্যের খবর

Big Breaking : পাথরপ্রতিমা খুন দুই বোন

Big Breaking: Patharpratima killed two sisters

The Truth Of Bengal :   দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায় খুন দুই বোন। ভোলাহাটের ঘটনা। বাড়িতে কেউ না থাকার সুযোগ এ দুই বোনকে কুপিয়ে খুন করা হয়। সকালে এক যুবক রক্তাক্ত অবস্থায় খন্ড বিখন্ড দেহ দেখতে পায়। বাড়ির উঠানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহ দুটি। কি কারনে খুন? তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন। তারা পাঁচ বোন, দুই ভাই, দুই ভাই অনেক আগেই মারা গেছেন বাকি তিন বোনের বিয়ে হয়ে গেছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Related Articles