রাজ্যের খবর
Trending

Big Breaking: চার বিধানসভার উপনির্বাচনের তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামেদের

Big Breaking: Left candidates announced in three centers of four Assembly by-elections

The Truth Of Bengal: চার বিধানসভার উপনির্বাচনের তিন কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিএমের অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাসকে। মানিকতলা উপনির্বাচনে বামেরা প্রাথী করেছে সিপিএমের রাজীব মজুমদারকে। তবে এখনও রায়গঞ্জে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

আজ সকালে রাজ্যের শাসক দল চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে। তৃণমূলের পর এবার বামেরা তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল। তবে বিজেপি এখনও কোনও কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেনি। লোকসভা ভোট মিটতে না মিটতেই আবার বিধানসভার উপনির্বাচন ঘিরে তেতে উঠছে রাজ্য। জোট সূত্র মেনে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী দেবে কংগ্রেস। হাত শিবির পরে তাঁদের প্রার্থী ঘোষণা করবে। সদ্য হওয়া লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। খাতা খুলতে পারেনি তারা। বামেরা চাইছে, উপনির্বাচনে জোর লড়াই দিতে। যাতে তারা ‘শূন্য’ হয়ে যাওয়া বিধানসভায় খাতা খুলতে পারে।

আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ফল্প্রকাশ হবে ১৩ জুলাই। আজ সকালে এই চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। যে চারটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুটমণি অধিকারী। বাগদা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মধুপর্ণা ঠাকুর। বাগদা কেন্দ্রে প্রার্থী তালিকায় চমক দিয়েছে রাজ্যের শাসক দল।

Related Articles