Big Breaking: নদিয়ায় বোমা উদ্ধার , নাম জড়িয়েছে বিজেপি কর্মীর
Big Breaking: Bomb recovered in Nadia, name of BJP worker involved

The Truth OF Bengal: ভোটের পরও আবার নদিয়ায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বস্তার ভেতর থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনা তদন্ত শুরু করে।
নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার নালুপুরের ঘটনা।ওই এলাকার বিষ্ণু ঘোষ নামে এক ব্যক্তির অভিযোগ তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী, এর আগেও তার এলাকা থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। এরপর ভোট চলে গেলেও রবিবার ঘটলো একই ঘটনা। তার বাড়ির পেছন থেকে উদ্ধার হল এক বস্তা তাজা বোমা।
যদিও এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, এরপর কে বা কারা এই বোমের বস্তা ফেলে গেল তার তদন্ত শুরু করে। যদিও বোম স্কোয়ার্ড না আসা পর্যন্ত তাজা বোমার বস্তাটি ঘিরে রেখেছে পুলিশ । একই সঙ্গে এগরায় জঙ্গলে উদ্ধার হাড়ি ভর্তি বোমা। এগরার খাদিকুলে বোমা উদ্ধার ঘটনাস্থলে বোম স্কোয়াড। ফাঁকা মাঠে বোম নিষ্ক্রিয় করে বোম স্কোয়ার্ড