Big Breaking: মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, কমিশন শোকজ করল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে
Big Breaking: Abhijit Gangopadhyay charged by commission for lewd remarks about Chief Minister

The Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই ধরনের মন্তব্যের জন্য শোকজ করা হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে শোকজ এর জবাব দিতে বলা হয়েছে এই বিজেপি প্রার্থীকে।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্যের কারণে শোকজ করা হয়েছিল বিজেপির আর এক প্রার্থী দিলীপ ঘোষকে। সেই ঘটনার পর আবারও এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন এই বিজেপি প্রার্থী। এই নিয়ে তৃণমূল কংগ্রেস একদিকে পথে নেমেছে অন্যদিকে কমিশনের কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি খতিয়ে দেখার পর শোকজ করে এই বিজেপি প্রার্থীকে। শোকজ এর জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তর দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।বিজেপি প্রার্থীর এই ধরনের মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। একজন প্রাক্তন বিচারপতি হয়ে কিভাবে একজন মহিলা সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন তা নিয়ে উডছে প্রশ্ন।
নিন্দার ঝড় বইছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে। বিষয়টির গুরুত্ব বুঝে কমিশন শোকজ করল মনে করছে রাজনৈতিক মহল।