রাজ্যের খবর
Big Breaking : বাড়িতে ঢুকে পড়ল সিমেন্ট বোঝাই লরি!
Big Breaking: A lorry loaded with cement entered the house!

The Truth Of Bengal : সত্যজিৎ ব্যানার্জি, পুরুলিয়া : নিতুরিয়া থানার অন্তর্গত দীঘা গ্রামের বেসরকারি সিমেন্ট কারখানার সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ইনানপুরের এক বাড়ির মধ্যে। ঘটনার ঘটনার জেরে উত্তেজনায় ছাড়ায় এলাকায়। উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার একটি সিমেন্ট বোঝাই গাড়ি দীঘা গ্রামের বেসরকারি কারখানা থেকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক টপকে সোজা একটি বাড়ির মধ্যে ধাক্কা মেরে ঢুকে পড়ে। বাড়িটির মধ্যে শিশু সহ চার জন বাড়িটিতে ভাড়া থাকেন। তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। পরিবারের অবিভাবক জানিয়েছেন তারা সেই সময় বাড়িতেই ছিলেন তারা কোনোভাবে প্রাণে বেঁচে যান।