রাজ্যের খবর
ভাঙড়ের চন্দনেশ্বরে জোড়া খুন, ঘটনাস্থলে পুলিশ
Bhangarh's Chandaneshwar twin murder, police at the scene

Truth Of Bengal, Barsa Sahoo : ভাঙড়ের চন্দনেশ্বরে জোড়া খুন। বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। স্বামীর গায়ে অজস্র আঘাতের চিহ্ন। বিছানায় পড়েছিল স্ত্রীর বিবস্ত দেহ। চন্দনেশ্বর থানার পুলিশ গিয়ে জোড়া দেহ উদ্ধার করেছে। স্বামী পেশায় সবজি ব্যবসায়ী। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।