নকল থেকে সাবধান, দার্জিলিং চা নকল রুখতে মুখ্যমন্ত্রী যা জানালেন
Beware of fakes, what the Chief Minister said to prevent fake Darjeeling tea

Truth Of Bengal: পশ্চিমবঙ্গ সরকার দার্জিলিং চায়ের মান ও সুনাম রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ও জেলা স্তরে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য নকল দার্জিলিং চা এবং চা উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার রোধ করা।
নকল থেকে সাবধান, দার্জিলিং চা নকল রুখতে মুখ্যমন্ত্রী যা জানালেন pic.twitter.com/xGeTi5x6YZ
— TOB DIGITAL (@DigitalTob) May 19, 2025
২০২৫ সালের ৪ এপ্রিল রাজ্য শ্রম দপ্তরের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য স্তরের টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন শ্রম দপ্তরের সচিব, এবং সদস্য হিসেবে থাকবেন স্বাস্থ্য, কৃষি ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা স্তরের টাস্ক ফোর্সগুলি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে গঠিত হয়েছে, যেখানে জেলা শাসকরা নেতৃত্ব দেবেন। এই টাস্ক ফোর্সগুলি চা পাতার নমুনা সংগ্রহ, ল্যাবরেটরি পরীক্ষা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্বে থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং চায়ের সুনাম রক্ষায় নতুন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “কিছু লোক নিম্নমানের চা দার্জিলিং চা হিসেবে বিক্রি করছে, যা দার্জিলিং চায়ের সুনাম ক্ষুণ্ণ করছে।” তিনি আরও জানান, রাজ্য সরকার এমন একটি ব্যবস্থা প্রণয়ন করছে, যাতে কেউ নিম্নমানের চা দার্জিলিং চা হিসেবে বিক্রি করতে না পারে। এই উদ্যোগের ফলে দার্জিলিং চায়ের গুণগত মান বজায় থাকবে এবং আন্তর্জাতিক বাজারে এর সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে আশা করা যায়।