রাজ্যের খবর

গ্রাম্য আবহে বাঙালির ঐতিহ্য! বাড়িতে কালীপুজো উদযাপন মুখ্যমন্ত্রীর, নিজ হাতে রান্না করলেন ভোগ

Bengali tradition in rural atmosphere! Chief Minister's Kali Puja celebration at home, Bhog cooked with his own hands

Truth Of Bengal:  প্রশাসনিক ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও প্রতিবছর নিয়ম-নিষ্ঠাভরে নিজের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর পুজোর যাবতীয় আয়োজন নিজ হাতে করেন তিনি এবং অতিথিদের আপ্যায়নও করেন। এবারের কালীপুজোর আবহ ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন।

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর মণ্ডপ সাজানো হয়েছে ধানের শিস দিয়ে, যা গ্রাম্য পরিবেশ ফুটে তোলে। এখানে ব্যবহার করা হয়েছে কুলো, হাত পাখা ও লক্ষ্মী পেঁচা। লক্ষ্মীর ভাঁড়ও স্থান পেয়েছে দেবীর সজ্জায়, যা এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে।

মুখ্যমন্ত্রী তাঁর সমাজ মাধ্যমে নিজের বাড়ির কালীপুজো সম্পর্কে লিখেছেন এবং রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক- এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল। আমি যেন আজীবন এভাবেই মায়ের সেবা করতে পারি- মায়ের চরণে এই কামনা আমার।”

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিল্পমন্ত্রী শশী পাঁজা, এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বিশিষ্টজনেরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।

Related Articles