কলকাতারাজ্যের খবর

সাইনবোর্ডে লিখতেই হবে বাংলা, নির্দেশ জারি পুরসভার

Bengali must be written on signboards, municipality issues order

Truth Of Bengal: কলকাতার সব দোকান বা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লেখা থাকবে বাংলা। কারণ পুরসভা নির্দেশ জারি করেছে হোর্ডিং, সাইনবোর্ডে বাংলা লিখতেই হবে। যাতে বাংলার মানুষ বিষয়টি বুঝতে পারে। মাতৃভাষার মাধ্যমে  যেকোনও প্রতিষ্ঠানকে জানার এই সুযোগ করে দিতে চায় পুরপ্রশাসন। এতদিন এবিষয়ে যে জল্পনা চলছিল তাই এবার কাজে করার জন্য ময়দানে নামল পুরপ্রশাসন।

বাঙালির প্রাণের ভাষা বাংলা, লিখতে হবে হোর্ডিং-সাইনবোর্ডে’

বাংলা ভাষা শিখতেই হবে, জানতে হবে প্রাণের ভাষা। সংস্কৃতির রাজধানীতে একথা প্রায়শই শোনা যায়। সেই দাবিকে মান্যতা দিতে এগিয়ে এল কলকাতা পুরপ্রশাসন। কথায় বলে, মাতৃভাষা মাতৃ দুগ্ধের সমান। অথচ দেখা যায়, মাতৃভাষা ভুলে অনেকেই বিদেশী ভাষা চর্চা করেন। কিন্তু বাংলার মতো ধ্রুপদী ভাষাকে জানার বা বোঝার চেষ্টা করেন না। আবার যাঁরা বাংলাকে প্রাণের ভাষা বলে মনে করেন তাঁরা এই বাংলার মাটিতেই উপেক্ষিত থাকেন।

দোকান-ব্যবসায়ীদের সাইনবোর্ড লেখা থাকছে হয় হিন্দিতে, নয় ইংরেজিতে। ফলে সাধারণ মানুষকে বেজায় বিপত্তিতে পড়তে হয়। ভাষাপ্রেমীরাও এই বাংলাকে ব্রাত্য করে রাখার ঘটনায় ক্ষুব্ধ হন। বাংলাকে বাদ দিয়ে, বাঙালি জাতির এই বিজাতীয় ভাষার প্রতি টান কার্যত নানা প্রশ্ন তুলছে। তাই আমবাঙালির আত্মার আত্মীয় বাংলাকে মর্যাদার আসনে বসাতে প্রশাসন আন্তরিক। এতদিন নানামহলে সাইনবোর্ড বা বিজ্ঞপ্তি বাংলায় লেখার জন্য প্রচার করা হচ্ছিল। এখন সেই বাংলাকেই লেখাফলকে স্বমহিমায় জায়গা দিতে নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।

আশা করা হচ্ছে এই ধরণের প্রয়াস বাংলা ভাষা চর্চাও গণজ্ঞাপনের কাজকে সহজতর করবে।বাংলার রাজধানীতে যদি অন্য ভাষার মতোই বাংলাও সরকারি প্রতিষ্ঠানের মতো বেসরকারি প্রতিষ্ঠানে জায়গা করে নেয়,তবে তা ইতিবাচক নজির গড়বে।ভাষাবিদরা তাই বঙ্গ সংস্কৃতির বহমান ধারা বজায় রাখতে এই প্রচেষ্টাকে খোলামনে স্বাগত জানাচ্ছেন।

Related Articles