রাজ্যের খবর

হারানো বেড়াল খুঁজে দিলে ১০হাজার টাকা পুরস্কার! বীরনগরের নির্মল বিশ্বাসের পোষ্যপ্রেম ভাইরাল

Bengal fruit seller offers Rs 10,000 reward for his missing cat

Truth of Bengal: বর্তমানে বেড়াল-কুকুরকে হত্যা করার নিন্দনীয় কাজ  প্রায়শই নজরে আসে।সংবাদ শিরোনামে চর্চাতেও উঠে আসে। সেই নেতিবাচক ঘটনার ভিড়ে এক অনবদ্য পশুপ্রেমের নজির গড়েছেন নদিয়ার বীরনগরের এক ফল বিক্রেতা,যা বাংলার মানুষের মনকে নাড়া দিচ্ছে।

বেড়ালকে ভুলু বলে ডাকেন বীরনগরের নির্মল বিশ্বাস।সেই নির্মল আচমকা হারিয়ে যাওয়ায় কার্যতঃ এখন দিশেহারা অবস্থা নির্মলের। ভুলুকে না পেয়ে হাউ হাউ করে কাঁদছেন তিনি। বীরনগর স্টেশনে ফলের দোকান রয়েছে নির্মল বিশ্বাসের। ছোট্ট দোকানে যে টুকু আয় হয়, তার বেশিরভাগটাই খরচ করেন প্রিয় বিড়ালের জন্য।

নিজের খাবারের থেকেও বেড়ালের খাবারের দিকে তাঁর বেশি নজর থাকতো।  বেড়ালের যাতে খাবারের কোনও অসুবিধা না হয় সেজন্য বাড়িতে তৈরি করেছেন একটি বড় মাপের চৌবাচ্চা। যেখানে জ্যান্ত মাছ ধরে রাখেন। রাতবিরেতে, সেই চৌবাচ্চা থেকে  মাছ তুলে এনে বেড়ালের জন্য মাছ ভেজে দেন। প্রিয় ভুলুর মুখের স্বাদ বদলাতে নানা রসদের জোগান দেন। সেই পশুপ্রেমিক মানুষটি পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। নির্মল বিশ্বাস ঘোষণা করেছেন,আদরের বেড়াল যদি কেউ খুঁজে এনে দেন তাঁকে ২০০-৫০০ নয়,১০হাজার টাকা পুরস্কার দেবেন।

পাগলের মতো পোষ্যকে খুঁজে পাওয়ার এই চেষ্টা দেখে নদিয়ার মানুষ অবাক হয়ে যাচ্ছেন।তাঁরা চাইছেন ফল বিক্রেতা বেড়াল খুঁজে পান। কারণ নির্মলবাবুর প্রিয়  সাদা বেড়াল হারিয়ে  যাওয়ার পর  থেকেই তাঁর ঘুম চলে গিয়েছে। দু’সপ্তাহ ধরে হেঁটে ঘুরে বেড়ালের খোঁজ না পেয়ে টোটোতে মাইক লাগিয়ে শুরু করেন প্রচার। হুলোকে পেতে সমরজিত পল্লি সহ আশপাশের এলাকা তন্ন করে খোঁদেন। তিনি ছুটছেন জ্যোতিষী ও তান্ত্রিকের কাছে। যদি গণনা করে তাঁরা বলে দিতে পারেন,বেড়াল ঠিক কোথায় চলে গেছে।অগত্যা তিনি মোটা টাকা দেওয়ার কথা ঘোষণা করে পছন্দের  বেড়াল   খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

ফল বিক্রেতার এই পশুপ্রেম এলাকার মানুষ জানেন। তাই তাঁরাও সহানুভূতিশীল। নির্মলবাবুর পোষ্যপ্রেম নাড়িয়ে দিয়েছে স্থানীয় কাউন্সিলরকেও। ১৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ চন্দ্র পোদ্দার, নির্মল বিশ্বাসের এই ভালোবাসাও অবলা প্রাণীর প্রতি দরদের ভূয়সী প্রশংসা করছেন। ফল বিক্রেতা নির্মল বিশ্বাসের এখন একটাই আবেদন, কেউ যদি ‘ভুলু’র খোঁজ পেয়ে থাকেন বা তাকে নিয়ে থাকেন যেন ফেরত এনে দেন। সেই আবেদনে কবে তিনি সাড়া পান সেটাই দেখার।কখনও মোটা টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে কখনও মাইকে প্রচার করে পোষ্যকে পাওয়ার যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তা দেখে পশুপ্রেমী সংগঠনগুলোও তারিফ করছে।

Related Articles