রাজ্যের খবর

গেট ফেলার সময় হঠাৎ ভেঙে পড়লো বেলাকোবার রেলগেট

Belakoba rail gate suddenly collapsed while the gate was being thrown

The Truth Of Bengal : হঠাৎ ভেঙে পড়ল রেলগেট । গেটের নিচে কেউ না থাকায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাধারণ মানুষ । ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার বেলাকোবা বাজারে ।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , রবিবার ১২টা নাগাত জলপাইগুড়ি জেলার বেলাকোবা রেল গেট বন্ধ করার সময় হঠাৎ রেলগেটের একটি অংশ ভেঙ্গে পড়েন । আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এর ফলে জলপাইগুড়ির বেলাকোবা রেলগেট আধঘন্টার ও বেশি সময় বন্ধ থাকায় প্রচুর যানজট সৃষ্টি হয় বেলাকোবা বাজারে ।

উল্লেখ্য , রেলগেটের গার্ডম্যানের সূত্রে জানা যায় রবিবার রেলগেটটি নামানোর সময় হঠাৎই রেল গেটের একাংশ ভেঙে পড়ে। কিন্তু সে সময় ফাঁকা থাকায় কোন দুর্ঘটনা ঘটেনি। তড়িঘড়ি আরেকটি রেলগেটকে নামিয়ে দেওয়া হয় । এর ফলে রেলগেট বাজার চত্বর থেকে প্রায় এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত যানবাহনের লাইন লেগে যায়। তবে কি কারণে রেলগেটটি ভেঙ্গে পড়েছে তা তদন্ত শুরু করেছে রেল দপ্তর ।

Free Access