লোকসভা ভোটের আগে আবারো উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ!

The Truth Of Bengal: ইতিমধ্যেই লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গোটা দেশ জুড়ে। উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম, সকলেই নিজেদের মাঠে কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে প্রস্তুত নন। লোকসভা ভোটে বঙ্গ বিজেপি-তৃণমূল-বামফ্রন্ট ও কংগ্রেস, একে অপরের সঙ্গে লড়াই করলেও হাড্ডা হাড্ডি ম্যাচ চলবে দুই ফুলের মধ্যে তা বলাইবাহুল্য। তবে এর মধ্যেই ক্রমশ একের পর এক লোকসভা কেন্দ্র থেকে উঠে আসছে অশান্তির খবর। মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার অন্তর্গত সাদলে আবারও চলল গুলি। এবং যার ফলাফল হিসেবেই আহত হয়েছেন অনেকেই।
সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতে নদীর ধারে ঘটনাটি ঘটেছিল। যদিও স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই দুই পক্ষের মধ্যে এদিন গুলি চলে। তবে এটুকু স্পষ্ট করা হয়েছিল তাদের থেকেই যে, ঘটনাটির সঙ্গে যুক্ত সকলেই নাকি তৃণমূল কর্মী।
এদিনের এই ঘটনাটির পর, প্রাথমিকভাবে চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয় খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে, তবে পরবর্তীতে ক্রমশ তাদের অবস্থার অবনতি হওয়ায় জন্য তাদেরকে দ্রুত স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় যেসকল আহতের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে তাদের নাম ইঞ্জিল সেখ, সিরাজুল সেখ, সমিরুল সেখ ও মুন্তাজ সেখ। এবং এদিন এই চারজনেই গুলিবিদ্ধ করা হয়। এছাড়াও সেদিন আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন।